প্রকাশ: ৩ জুলাই ২০২০, ১:৫৩
পিরোজপুরের কাউখালীতে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে রশীদ তালুকদার (৮২) নামে এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দাসেরকাঠি গ্রামে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।নিহত অশীতিপর বৃদ্ধ রশীদ তালুকদার স্থানীয় দাসেরকাঠি গ্রামের মেসের আলী তালুকদার এর ছেলে। সে চার সন্তানের জনক। এ ঘটনায় চলতি সপ্তাহে কাউখালীতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে তিন বৃদ্ধের অপমৃত্যু ঘটে।
গত বুধবার উপজেলার কাঁঠালিয়া গ্রামে আজহার আলী ও তার স্ত্রী রেনু বেগম বিদ্যুতস্পৃষ্ট হয়ে নিহত হন। এ নিয়ে চলতি সপ্তাহে কাউখালীতে বিদ্যুতস্পৃষ্টে তিন বৃদ্ধের মৃত্যু ঘটেএ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতাল হতে লাশ উদ্ধার করে নিহতর পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় কাউখালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।