ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলে আট কেজি গাঁজাসহ রোহেলকে গ্রেফতার করেছে থানা পুলিশ। জেলা পুলিশ সুপার ও সরাইল থানা অফিসার ইনচার্জ এম এম নাজমুল আহমেদর দিকনিদর্শনায় বুধবার (১ জুলাই ) বিকাল সোয়া ৫টায় ঢাকা- সিলেট মহাসড়ক সরাইল উপজেলার শাহবাজপুর প্রথম গেইটের সামনে থেকে এএসআই আলা উদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা সময় গাঁজাসহ একজনকে গ্রেফতার করে সরাইল থানা পুলিশ।