প্রকাশ: ১ জুলাই ২০২০, ২১:১৭
বাংলাদেশের অন্যতম শিল্প গ্রুপ , ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি লতিফুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১ জুলাই) সকালে কুমিল্লার চৌদ্দগ্রামে নিজ বাড়িতে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।লতিফুর রহমান বার্ধক্যজনিত কারণে মারা গেছেন বলে জানা গেছে। তার মরদেহ কুমিল্লা থেকে ঢাকায় আনা হচ্ছে।
বিকেলে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।তার ব্যক্তিগত সহকারী বলেন, আজ বাদ এশা গুলশানের আজাদ মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।লতিফুর রহমান ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন। তার স্ত্রীর নাম শাহনাজ রহমান। এই দম্পতির এক ছেলে আর দুই মেয়ে।