প্রকাশ: ৩০ জুন ২০২০, ২২:২৭
বাংলাদেশ বার কাউন্সিলের এমসিকিউ (প্রিলিমিনারি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবিশদের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির দাবিতে মানববন্ধন ও পথসভা করেছে পাবনার শিক্ষানবিশ আইনজীবীরা।মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় পাবনা প্রেসক্লাবের সামনে শিক্ষানবিশ আইনজীবী রেজাউল করিম রানার সভাপতিত্বে ও ফাহাদ বিন সজীবের পরিচালনায় শিক্ষানবিশ আইনজীবীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
দীর্ঘসময় পরীক্ষার জট এবং বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে লিখিত পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তা সম্পূর্ণ ভাবে অনিশ্চিত হয়ে পড়ায় ২০১৭ এবং ২০২০ সালের এমসিকিউ (প্রিলিমিনারি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবিদের লিখিত ও ভাইভা মওকুফ করে সরাসরি গেজেট দিয়ে সনদের দাবিতে এই মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালীন সময়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এবং মহামারী করোনা থেকে পরিত্রানের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এসময় শিক্ষানবিশ আইনজীবী জাহিদুল ইসলাম, হাবিবুর রহমান হাবিল, ফজলুর করিম, হেলাল হোসেন, রাশেদ মৃধা, লুৎফর বারী শুভ, জাহাঙ্গীর আলম, শাকিল হোসেন, জিয়াউর রহমান বাবু, আমিরুল ইসলাম, আতাউর রহমান আতা,খাইরুন নাহার কথা, আশরাফুল হক, শামসুল জামান নান্নু, মেহেদী হাসান, এনামুল করিম, আশরাফুল ইসলামসহ অন্যান্য শিক্ষানবিশ আইনজীবী উপস্থিত ছিলেন।