হিজলায় অগ্নিদগ্ধ ইমা হত্যাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ২৭শে জুন ২০২০ ০৩:৩৬ অপরাহ্ন
হিজলায় অগ্নিদগ্ধ ইমা হত্যাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন

বরিশালের হিজলা উপজেলা সদর টেকের বাজারের হাজী দেলোয়ার মার্কেটের তৃতীয় তলায় ১১ জুন বিকেলে নিজ ঘরে অগ্নিদগ্ধ হওয়া গৃহবধূ ইশরাত জাহান ইমা ১৮ জুন বৃহস্পতিবার সকালে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে। সে হিজলা উপজেলা হরিনাথপুর ইউনিয়নের মহিষখোলা এলাকার মাসুম ফকিরের মেয়ে এবং হিজলা সদর টেকের বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব দেলোয়ার হোসেন(ধলু) বেপারীর পুত্র মোঃ মহসিন বেপারীর স্ত্রী ছিলেন।

ইমা মৃত্যুর পরে ১১ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। এবং ২১ জুন হিজলা থানায় একটি হত্যা মামলা দায়ের করে ইমার বাবা। সেই মামলায় আসামী করা হয়েছে স্বামী মহসীন বেপারী, ভাসুর মোস্তফা বেপারী ও শ্বশুর আলহাজ দেলোয়ার হোসেন ধলু বেপারীকে। উক্ত মামলায় আটক করা হয়েছে শ্বশুরকে। এদিকে ইমার হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে ২৭ জুন শনিবার বেলা ১১টায় আব্দুর জব্বার মেহমান কলেজের সামনে মানববন্ধন করেছে হরিনাথপুরের সকল পেশার জনগণ। 

 উল্লেখ্য সেদিন স্থানীয়দের কাছ থেকে জানা গিয়েছে ১১ জুন দুপুরে, খাবার খেয়ে সবাই বাসায় ছিলো। হঠাৎ বিকেলে তারা বাসার মধ্যে ধোঁয়া দেখতে পেয়ে ঐ বাসায় ছুটে যান স্থানীয়রা। দরজা খোলাই ছিলো, দেখতে পান ইমার শরীরে আগুন জ্বলছে। পরে বাথরুমে রাখা পানি তার শরীরে ঢেলে আগুন নেভানো হয়েছে বলে একজনের দাবি ।

তবে তার শরীরে কিভাবে আগুন লেগেছে তা ঐ মূহুর্তে কেউ বলতে পারেনি । ঐ বাসার অন্যান্যদের কাছ থেকেও তখন সঠিক তথ্য পাওয়া যায়নি। এরপর তাকে হিজলা উপজেলা হাসপাতালে নেয়া হয়ে ছিলো।পরে তাকে হিজলা হাসপাতালে না রেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল এবং শেষে ঢাকায় বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে। ১৮ জুন সকালে সেখানে  তার মৃত্যু হয়েছিল ।