টাঙ্গাইলে মোটরসাইকেল চালকের ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও ট্র্যাস্ক টোকেন না থাকায় ১১ টি মোটরসাইকেল চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে কুমুদিনি কলেজের সামনে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাপস পাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ম্যাজিস্ট্রেট তাপস পাল বলেন, মোটরসাইকেল চালকের ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও ট্র্যাস্ক টোকেন না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬,৭৬, ৯২ ধারা মোতাবেক ১১জন মোটরসাইকেল চালককে ২২০০ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।