প্রকাশ: ২৩ জুন ২০২০, ২৩:৫২
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের বরইতলা বাজার সংলগ্ন সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। আরসিসি দ্বারা নির্মিত এই সড়কটি ঢালাইয়ের একদিনের মধ্যেই বিভিন্নস্থানে ফাটাল ধরেছে। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। মঙ্গলবার সকাল ১০ টায় বরইতলা বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে প্রায় দুই শতাধিক লোক অংশগ্রহন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন মানিক গাজী, রেশাদ খলিফা, আলাউদ্দিন বেপারী ও আল আমিন মৃধা প্রমুখ।
এরপর সড়ক পুনরায় নির্মাণের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।এ ব্যাপারে জানতে চাইলে রাঙ্গাবালী উপজেলা প্রকৌশলী মোঃ মিজানুল কবির বলেন, মানববন্ধনের খবর পেয়ে আমি ঘটনা স্থলে গিয়েছি। যেই যায়গা দিয়ে ফেটেছে সেখান দিয়ে মেরামত করার জন্য বলেছি। তারা অতি দ্রুত মেরামত করে দিবে।