প্রকাশ: ২৩ জুন ২০২০, ২২:১৪
বরিশালের হিজলা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে, বাংলাদেশ আওয়ামীলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ২৩ জুন সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, হিজলা উপজেলা আওয়ামীলীগ, উপজেলা মহিলা আওয়ামীলীগ, উপজেলা কৃষকলীগ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ ও মেমানিয়া ইউনিয়ন আওয়ামীলীগ।
এরপর বঙ্গবন্ধু ম্যুরালের সামনে থেকে একটি র্র্যালী বের হয়, র্র্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খুন্না বাজার আওয়ামীলীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্র্যালী শেষে আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা যুবলীগের আহবায়ক কাজী লিয়াকত হোসেন এর সঞ্চালনায়, বরিশাল জেলা আওয়ামীলীগের সদস্য এবং গুয়াবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভার প্রধান অতিথি বরিশাল-৪ এর সংসদ সদস্য পংকজ নাথ মুঠোফোনের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় ও সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। সভায় অন্যান্যদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং হিজলা গৌরব্দি ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং বড়জালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পন্ডিত সাহবুদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং মেমানিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার,
উপজেলা মহিলা লীগের আহবায়ক এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান শান্ত। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের আহবায়ক মুন্সী ইসাহাক আমীন, যুগ্ম-আহবায়ক কাজী সুলতান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান রিপন সহ ৬ ইউনিয়ন থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভার শেষে খুন্না বাজার জামে মসজিদের ইমাম মাওলানা রুহুল আমীন সাইফির পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।