প্রকাশ: ২২ জুন ২০২০, ২৩:৮
করোনা পরিস্থিতিতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাস বন্ধ থাকলেও বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের ও ইউজিসির নিয়ম অনুযায়ী অনলাইনে চলছে ক্লাস।আগামীকাল ২৩শে জুন শুরু হতে যাচ্ছে চলতি সেমিস্টারের পরীক্ষা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের সেশনজট ও পরীক্ষার নানাবিধ সমস্যার কথা বিবেচনা করেই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হচ্ছে অনলাইন পরীক্ষা।সোমবার (২২শে জুন) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. কে এম মোহসিন অনলাইন প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।উপাচার্য জানান, দেশের এই সংকটময় মুহুর্তে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সকল নিয়ম মেনেই আমাদের পরীক্ষা গ্রহন করা হবে৷
তাদেরকে টিউশন ফি আদায়ে কোন প্রকার চাপ সৃষ্টি করা হচ্ছে না। যার যতটুকু সামর্থ্য আছে সে সেটুকু পরিশোধ করবে। বাসায় বসে মোবাইলে বিকাশ, নগদ বা অনলাইনে এক্সিম ব্যাংক বা ডাচ্ বাংলা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে পারবে। তবে টিউশন ফি দিতে না পারলেও কোন শিক্ষার্থীকে পরীক্ষায় বাধা দেয়া হবে না। সবাই পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে।
তিনি আরও জানায় শিক্ষার্থীদের যেন কোন প্রকার সেশনজটে পড়তে না হয়৷ শিক্ষার্থীরা যেন কোন ভাবেই পিছিয়ে না পড়ে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এই অনলাইন পরীক্ষার ব্যবস্থা নিয়েছেন বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।