ইউনাইটেড হাসাপাতালের শীর্ষ চার কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। পুলিশ জানায়, ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত চলাকালীন অবস্থায় দেশ ছাড়তে পারবেন না হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকতা, পরিচালকসহ ৪ জন।
গত ২৭ মে ইউনাটেড হাসপাতালে করোনা ইউনিটে আগুনে লেগে প্রাণ হারান চিকিৎসাধীন ৫ জন।