বরগুনা সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউনিয়নের কামড়াবাদ গ্রামের মোতাহার হোসেনের পুত্র জনাব দেলোয়ার হোসেন পান্না ৫০ করোনা/কোভিড-১৯এর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। করোনার আশঙ্কা রয়েছে বলে ইতোমধ্যে তার নমুনা ল্যাবে পাঠানো হয়েছে।
বরগুনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোস্তাইন বিল্লাহ'র নির্দেশে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের উপস্থিতিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইনিটের যুব সদস্যদের একটি টীম, ইউনিট কার্যনিবাহী কমিটির সদস্য গোলাম কিবরিয়া পিন্টুর নেতৃত্বে মেহেদী হাসান মুসা যুব প্রধান,যুব রেড ক্রিসেন্ট বরগুনা ইউনিট যুব সদস্য, রেদোয়ান আকন, আল-আমিন,মিজানুর রহমান ,মোঃ হৃদয় হাসান, পুলিশ গ্রাম পুলিশ এবং স্থানীয় সুশীল সমাজের সহায়তায় যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে মরহুমের মরদেহ দাফন করা হয়।
এ সময় চারটি পরিবারকে লকডাউন ঘোষণা করে বাড়ীর সম্মুখে লাল নিশান টানানো হয়। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট লকডাউনকৃত পরিবারসমূহের করণীয় সম্পর্কে নির্দেশনা প্রদান করেন এবং জেলা প্রশাসনের পক্ষ হতে সার্বিক সহায়তার আশ্বাস দেন। এসময় তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে কথা বলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার জনাব সুব্রত ভৌমিক।