হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার ভারপ্রাপ্ত মহাপরিচালক জুনায়েদ বাবুনগরীকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে মাদ্রাসার সকল কর্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে। মুঈনে মুহতামিম হিসেবে নিয়োগ দেয়া হয়েছে মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা শেখ আহমদকে।
আল্লামা আহমদ শফীর মৃত্যুর পর তিনিই হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। বুধবার ( ১৭ জুন) সকাল ১০টা থেকে বেলা সোয়া ৩টা পর্যন্ত কমিটির দীর্ঘ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদ্রাসা কমিটির সভায় অনুপস্থিত রয়েছেন বাবুনগরী। এছাড়া তার বিরুদ্ধে রয়েছে বিস্তর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। এসব বিষয় নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনার পর দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয় কমিটি। পাশাপাশি তার স্থলে নিয়োগ দেয়া হয়েছে মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা শেখ আহমদকে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।