টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় করোনা আক্রান্তের রোগীর সংখ্যা আরো ১ জন বেড়ে উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩২ জন এ। সলিমাবাদ ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের ২৭ বছর বয়সী ১ জন পুরুষ ব্যক্তি সম্প্রতি ঢাকা ফেরত করোনা রোগীকে নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ৩২ এ।
আইইডিসিআর এর এর রিপোর্টের ভিত্তিতে নতুন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প. প. কর্মকর্তা মো. রোকুনুজ্জামান খান।আক্রান্তের বাড়িসহ আশেপাশের ৩টি করে বাড়ি লক ডাউন ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন। উপজেলা প. প. কর্মকর্তা মো. রোকুনুজ্জামান খান।