সরাইলে কর্মহীন হতদরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছে দিলেন সাংসদ শিউলি আজাদ

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: শুক্রবার ২২শে মে ২০২০ ১০:২৭ পূর্বাহ্ন
সরাইলে কর্মহীন হতদরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছে দিলেন সাংসদ শিউলি আজাদ

ব্রাহ্মণবাড়িয়া-৩১২ সংরক্ষিত আসনের এমপি উম্মে ফাতেমানাজমা বেগম (শিউলি আজাদ) বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে,আপনারা যার যার ঘরে থাকবেন। বিনা প্রয়োজনে ঘর থেকে কেউ বাহির হবেন না, করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে হলে, বাচ্চাদেরকে ঘর থেকে বাহির হতে দেবেন না, বিনা প্রয়োজনে আপনিও ঘরের বাহিরে যাবেন না, সামাজিক দূরত্ব বজায় রাখেন সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঈদ উপহার দিয়েছেন,আপনারা যাতে ঈদের মধ্যে ঘর থেকে খাবার খেতে পারেন।

এই কথাগুলি  বৃহস্পতিবার(২১মে) দুপুরে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ কালে এমপি শিউলি আজাদ বললেন। এসময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নিবার্হী অফিসার এ এস এম মোসা, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য এডঃ জয়নাল উদ্দিন( জয়)।

নারী সাংসদ শিউলি আজাদ বলেন, সরাইল-আশুগঞ্জ ১৭ টি ইউনিয়নে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রম চলবে। বতর্মান করোনা ভাইরাসে সরাইলের অবস্থা অনেক ভালো,এ অবস্থা ধরে রাখতে হলে যার যার অবস্থান থেকে সচেতন হতে হবে। সরাইল করোনা  প্রতিরোধে  উপজেলা প্রশাসনের প্রশংসা করে বলেন, সব সময় আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পাশে পেয়েছি।

নির্বাহী কর্মকর্তা' কর্মদক্ষতায় নিরলস ভাবে কাজ করায় ধন্যবাদ জানান। তিনি এ সময় সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে, প্রধানমন্ত্রীর জন্য সকলের নিকট দোয়া কামনা করেন। জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ)।পরে তিনি  সৈয়দটুলা ও নোয়াগাঁওসহ বিভিন্ন ইউনিয়নের প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেন।এসময় এই মানুষগুলোকে প্রধানমন্ত্রীর উপহার পেয়ে অনেক উৎফুল্ল হতে দেখা গেছে।