ফরিদপুরের চরভদ্রাসনে মোবাইলে গান বাজিয়ে নিজ ঘরে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়েছেন এক কিশোরী। পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।
শুক্রবার সকালে ওই উপজেলার আরশাদ মাতুব্বরের ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রিতু আক্তার ওই গ্রামের সৌদি প্রবাসী শেখ রাজ্জাকের মেয়ে।
ওই কিশোরীর পরিবার জানায়, বৃহস্পতিবার ইফতারের পর থেকেই নিজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন রিতু। অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।
চরভদ্রাসন থানার ওসি নাজনীন খানম জানান, মরদেহের হাত ব্লেডে কাটা ছিল। ওই সময় মোবাইলে গান বাজছিল। মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।