সাভার ও আশুলিয়ায় ইফতার এবং সবজি নিয়ে কর্মহীন, দুস্থ রোজাদারদের পাশে দাড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
শুক্রবার (০১ মে) বিকালে সাভারের সিটি সেন্টার ও সন্ধ্যায় আশুলিয়ার বসুন্ধরা মাঠে কয়েকশ রোজাদার কর্মহীন মানুষ মধ্যে এসব বিতরণ করে তারা।
বিকালে সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক এর আয়োজনে সাভার সিটি সেন্টারের সামনে ৮০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও কাঁচা বাজারের প্যাকেট বিতরণ করা হয়।
এসময় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, করোনা মহামারিতে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষগুলো কর্মহীন হয়ে অসহায়ত্ব ভাবে দিন পার করছেন। তাদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আমাদের ছোট্ট এ আয়োজন। আমি মনে করি এই সময়টিতে সকল বিত্তবান মানুষদের অসহায়দের পাশে দাঁড়ানো উচিত।
এছাড়া সন্ধ্যায় আশুলিয়ার বসুন্ধরা এলাকায় আশুলিয়া থানা ছাত্রলীগের সভাপতি পার্থী আরিফুল ইসলাম আরিফ এর উদ্যোগে প্রায় ৫০০ পরিবার এসব খাদ্য সামগ্রী পান।
আয়োজন উপস্থিত ছিলেন- ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, বাংলাদেশ ছাএলীগের সহ-সভাপতি সাইদুর রহমান সম্রাট এর ছোট ভাই আশুলিয়া থানা ছাত্রলীগ নেতা মোঃ ইয়াসিন আরাফাত পাপ্পু, এবাদত হোসেন, কাজী হারুণ ভান্ডারী, মোশাররফ হোসেন মিয়া ও হাজী মানিক মিয়াসহ আরও অনেকেই।