এবার কুকুরকে পিটিয়ে মেরে ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক
এরফান হোছাইন. জেলা প্রতিনিধি (কক্সবাজার)
প্রকাশিত: মঙ্গলবার ২১শে এপ্রিল ২০২০ ০৩:১৫ অপরাহ্ন
এবার কুকুরকে পিটিয়ে মেরে ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ মিছিল

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নে একটি পাগলা কুকুরের কামড়ে ১২ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। পরে এলাকাবাসী লাঠিসোটা নিয়ে কুকুরটিকে ধাওয়া করে। পিটুনি খেয়ে কুকুরটি মারা যায়। পরে মৃত কুকুর নিয়ে এলাকাবাসী মিছিল করে।

সোমবার বেলা ২টার দিকে সোনারামপুর বাজার সংলগ্ন এলাকায় কুকুরটি মেরে ফেলে এলাকাবাসী। জানা গেছে, কুকুরটি সোনারামপুর ইউনিয়নের দুলারামপুর গ্রামে ঢুকে সামনে যাকে পায় তাকেই কামড়াতে থাকে। সোনারামপুর বাজারে গিয়ে কয়েকজনকে কামড়ায়। এভাবে একে একে ১২ জনকে কামড়ায় কুকুরটি।

আহতদের মধ্যে চিকিৎসাধীন রয়েছেন সোনারামপুরের ফোরকান মিয়া, বাপ্পি, অন্তঃসত্ত্বা নারগিস বেগম, আনোয়ার মিয়া। কুকুরটিকে পিটিয়ে মারার পর মিছিল করে এলাকাবাসী। পরে সোনারামপুর বাজারে মাটি চাপা দেয়া হয়।

এ বিষয়ে সোনারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিন আহাম্মদ বলেন, একটি পাগলা কুকুরের কামড়ে ১২ জনকে আহত হয়েছেন বলে শুনেছি। এই বিষয়ে যোগাযোগ করা হলে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নেই।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব