প্রকাশ: ২১ এপ্রিল ২০২০, ১৯:২২
নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) বির্পযয়ের ফলে মানবিক সহায়তার অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কর্মকর্তারা ও কর্মচারীরা তাদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার (২০ এপ্রিল) পুরে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি জিনাত আমান ও সাধারণ সম্পাক মোঃ জাকির হোসেন এবং কর্মচারী সমিতির সভাপতি দিপক চন্দ্র মজুমদার ও সাধারণ সম্পাদক মোঃ শামসু মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানানো হয়।