প্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ২০:১৬
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক, স্বাভাবিক এবং স্থিতিশীল রাখার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব ড. মোঃ জাফর উদ্দিন মহোদয়ের নেতৃত্বে ঢাকা মহানগরীর বিভিন্ন বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধেয় মহাপরিচালক জনাব বাবলু কুমার সাহা (অতিরিক্ত সচিব) মহোদয়ের নির্দেশে উক্ত অভিযানে অংশগ্রহণ করেন সহকারী পরিচালক মোঃ আবদুল জব্বার মন্ডল।
এ সময় পেঁয়াজ, আদা, রসুন, চাল, ডাল, আটা, ময়দাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করা, প্রদর্শনকৃত মূল্য অপেক্ষা অধিক মূল্যে এ সকল পণ্য বিক্রয় না করা, ক্রয়কৃত মূল্যের সাথে বিক্রয় মূল্য সামঞ্জস্যপূর্ণ হওয়া, করোনাকে কেন্দ্র করে অতি মুনাফা লাভ থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়। টিসিবির ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রমের তদারকি করা হয়। উক্ত অভিযানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের প্রতিনিধি সহায়তা প্রদান করেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।