প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ০:২৩
করোনা ভাইরাসের কারনে শরীয়তপুরে চলছে লকডাউন। আর এই লকডাউনে জ্বিয়ের কাজ ও বন্ধ হয়ে যায় অসহায় নূরজাহান বেগমের। ঘরে এক মুঠো চাল নেই তার, দুদিন না খেয়ে পরিবার। কোনো উপায় না পেয়ে খুদার জালায় ভিক্ষা করতে নামেন নুরজাহান। কিন্তু বাড়ি বাড়ি গিয়ে কারো কাছে ভিক্ষাও পায়নি সে।
নুরজাহান ও তার পরিবারে না খেয়ে থাকার খবর পেয়ে আজ মঙ্গলবার সকাল সাথে সাথে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুর রহমান শেখ নুরজাহান বেগমের বাড়িতে ৬কেজি চাল, ২ কেজি ডাল , ২কেজ আলু, ২কেজি তেল, ২কেজি চিড়া, ১ কেজি লবণ, মুড়ি, সাবান, ডিটারজেন্ট ইত্যাদি খাদ্য সামগ্রী পাঠিয়ে দেন। খাবার পেয়ে নুরজাহান বেগম বলেন সদর ইউএনও জন্য আজ আমরা দুইদিন পরে খাবার খাবো। ইউএনও মাহাবুর রহমান শেখ শরীয়তপুর সদর উপজেলায় যোগদান কারার পর থেকেয়ই সদর উপজেলার মানুষের সুখে দুখের এগিয়ে আসায় মানবতার ফেরিওয়ালা হিসেবে মানুষের মন জয় করে নিয়েছেন।
যতদিন করোনা সংকট শিথিল না হচ্ছে এবং সাধারণ মানুষ স্বাভাবিক জীবন-যাপনে ফিরছেন না ততদিন সরকারের পক্ষ থেকে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।