প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ১৯:৪৭
দেশে করোনাভাইরাস মোকাবেলায় এখন সরকার নির্ধারিত সাধারণ ছুটি চলছে। এতে নিম্ন আয়ের দিন এনে দিন খাওয়া মানুষেরা কর্মহীন হয়ে পড়েছে। তবে সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন এবং ব্যক্তি উদ্যোগে অনেকেই এসব অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন।এদিকে তেমনই টিম চৌরঙ্গী নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এসব কর্মহীন হয়ে পরা স্বল্প আয়ের মানুষদের সাহায্যে এগিয়ে এসেছেন।গেলো দুই সপ্তাহ ধরে তারা নিয়মিত কুষ্টিয়ার কুমারখালি উপজেলার যদুবয়রা ও পান্টি ইউনিয়নের সংযোগস্থলে চৌরঙ্গীর বিভিন্ন এলাকায় এসব মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।
ফ্রেন্ডস -৯৩ ও এলাকার সুধীজনের আর্থিক অনুদানের দ্বারা ও অতিরিক্ত সচিব মো. মকবুল হোসেন এর পরামর্শেএবং ময়মনসিংহের মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর উপ- পরিচালক( অর্থ) সেখ রাসেল এই কার্যক্রম নিয়ন্ত্রণ ও পরিচালনা করেন।
ফ্রেন্ডস ৯৩ সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিকু বলেন, সাইফুল্লাহ মীম, জাহাঙ্গীর আলম, ফেরদৌস হাসান নয়ন, রবিউল ইসলাম, তোহা, ফাহাদ, কাইয়ুম, জাহিদ সহ আমরা সরাসরি মাঠে কাজ করছি। এলাকার বিভিন্ন এলাকায় কর্মহীন, দরিদ্র, অসহায় মানুষের তালিকা প্রণয়ন থেকে শুরু করে রাত পর্যন্ত আমরা খাদ্যসামগ্রী ঔষুধ তাদের পরিবারের মাঝে বিতরণ করে থাকি।
এ বিষয়ে শেখ রাসেল বলেন, ‘মানুষকে সহায়তা করার শিক্ষা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি। বর্তমানে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন এসব মানুষের মাঝে অনেকেই খাদ্য সামগ্রী বিতরণ করছেন। তাদের দেখে উদ্বুদ্ধ হয়ে এই দুর্যোগ মুহূর্তে যাদের ঘরে খাবার নেই এবং অসুস্থ হলে ওষুধ কিনতে পারছেন না তাদের সামান্য সহায়তার লক্ষ্যে এই কার্যক্রম শুরু করেছি।
তিনি বলেন, মূলত আমি ময়মনসিংহে থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও ম্যাসেঞ্জার এর মাধ্যমে সবার সাথে যোগাযোগ করে গ্রুপিং করে এলাকার অসহায় মানুষদের জন্য কাজ করছি। এলাকায় ফ্রেন্ডস ৯৩ সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিকুর নেতৃত্বে টিম চৌরঙ্গী সকলের বাড়ী গিয়ে এসব এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করে থাকে।