প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ৫:৪২
বিদায় ১৪২৬। আগামীকাল মঙ্গলবার পহেলা বৈশাখ। নতুন সূর্য, নতুন দিনের সাথে যুক্ত হবে বাংলা বর্ষপঞ্জিতে নতুন বছর ১৪২৭। বাংলা নববর্ষকে বরণ করতে মুখিয়ে ছিলো সারাদেশের সর্বস্তরের মানুষ।
প্রতি বছরের ন্যায় এবারও এই উৎসব শোভাযাত্রা, মেলা, পান্তাভাত খাওয়া, হালখাতা খোলা ইত্যাদি বিভিন্ন কর্মকান্ডের মধ্য দিয়ে উদযাপন করতে যাচ্ছিলো বৈশাখ প্রিয় মানুষ। বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী শুভেচ্ছা বাক্য হল "শুভ নববর্ষ"।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পরই আসন্ন পহেলা বৈশাখের সব ধরনের অনুষ্ঠান স্থগিত করতে সংস্কৃতি মন্ত্রণালয়কে মন্ত্রিপরিষদ বিভাগ এই নির্দেশনা দিয়েছে। ফলে মঙ্গল শোভাযাত্রা, দেশব্যাপী বৈশাখী মেলা, তিন পার্বত্য জেলার বৈসাবি উৎসবসহ কোনো ধরনের অনুষ্ঠানই এ বছর করা যাবে না। প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
"প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, বাংলা নববর্ষ আমরা উৎসাহের সঙ্গে পালন করি। কিন্তু এবার চিত্র আলাদা। বিশাল জনসমাগম সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। এটা আমার অনুরোধ।"
তাই আসুন যে যেখানে আছি সেখানে থেকেই এবারের পহেলা বৈশাখ প্রিয় পরিবারের সাথে কাটাই। পরিবারকে উৎসর্গ করি দিনটাকে। এবারের পহেলা বৈশাখ হয়ে যাক জীবনের শ্রেষ্ট বৈশাখ উদযাপন। বাহিরে না বের হয়ে বাসায় থাকুন, নিজেকে সুস্থ রাখুন, অন্যকেও সুস্থ থাকতে সাহায্য করুন। সরকার ও স্বাস্থ্য বিভাগের দিক-নির্দেশনা মেনে চলুন।