প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ২০:৫৫
সরাইলে করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া দিনমজুর ও অসহায় প্রায় ৪-৫ হাজার মানুষের মধ্যে এ পর্যন্ত সরকারীভাবে ৪৬ মেট্রিক টন চাল এবং নগদ ২ লক্ষ ৫৮ হাজার টাকা বিতরন করা হয়েছে।সরাইল উপজেলা নিবার্হী অফিসার এ এস এম মোসা জানিয়েছেন,
উপজেলার কর্মহীন হয়ে পড়া দিনমজুর ও অসহায় মানুষের মাঝে সরাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানেদর মাধ্যমে স্বচ্চ তালিকা তৈরীর মাধ্যমে উপকারভোগিদের বাড়ি বাড়ি গিয়ে এই সহযোগিতা পৌঁছে দেয়া হয়েছে। তিনি জানান উপজেলায় এ পর্যন্ত মোট ৪৬ মেট্রিক টন চাল এবং ২ লক্ষ ৫৮ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। বিতরনের পর এখনও তহবিলে ২,৭ মেট্রিক টন চাল এবং ১ লক্ষ ৪০ হাজার টাকা অবশিষ্ট রয়েছে। বিতরন কার্যক্রম অব্যাহত রয়েছে।