প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ৪:২১
মিরপুর ক্লাবের ধারবাহিক ‘ফুড ব্যাগ প্রোগ্রাম’ এর অংশ হিসেবে আজ মনিপুর ও ৬০ ফুট রোডের আশে-পাশের বিভিন্ন এলাকায় নিম্ন আয়ের পরিবারগুলোর মাঝে ফুড ব্যাগ বিতরন করা হয়েছে। মিরপুর ক্লাবের এই উদ্দোগের সহযোগী হিসেবে ক্লাবের সদস্য ও শুভাকাংক্ষী ছাড়াও বিভিন্ন সংগঠন ও এসোসিয়েসন এগিয়ে আসছে সাহায্যের হাত বাড়িয়ে। এরই অংশ হিসাবে ‘মিশন সেইভ বাংলাদেশ’ এর পর এগিয়ে এসেছে ‘বুয়েট ৯০ ব্যাচ’ এর বন্ধুরা। আর আজ আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়েছেন বনানীর নাম করা এক হোটেল পরিবার।
মিরপুর ক্লাবের ‘ফুড ব্যাগ প্রোগ্রামের নতুন এই সহযোগি বনানীর কোন এক বিশাল হোটেলের চেয়ারম্যান ম্যাডাম। তিনি তার পিএস এর মাধ্যমে ১০০ ফুড ব্যাগ মিরপুর ক্লাবের মাধ্যমে বিতরনের জন্য ক্লাবে পৌঁছে দিয়েছেন। তিনি ফেসবুকে মিরপুর ক্লাবের সকল পোস্ট দেখেন এবং পড়েন। আমাদের এ উদ্দোগে তিনিও শরীক থাকতে চান, তাই নিজ উদ্দোগেই যোগাযোগ করে ফুড ব্যাগগুলো পাঠিয়েছেন। মিরপুর ক্লাবের উপর আস্থা রাখার জন্য আমরা তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
‘মিশন সেইভ বাংলাদেশ’ এবং ‘বুয়েট ৯০ ব্যাচ’ এর পর আজ ঢাকার নামকরা এক হোটেল পরিবার থেকে যুক্ত হওয়ায় আমরাও আরও বেশী সহযোগিতা করতে পারবো এ বিপন্ন মানুষগুলোর জন্য।আলহামদুলিল্লাহ, ইতিমধ্যেই "বুয়েট ৯০ ব্যচে"র ২য় কিস্তির ১০০ ফুড ব্যাগও ডিস্ট্রিবিউশনের জন্য রেডি। এ বিপদের সময় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে নিজ নিজ অবস্থান থেকে।
মিরপুর ক্লাবের ফুড ব্যাগ প্রোগ্রাম ধারাবাহিকভাবে চলছে গত ২৫শে মার্চ, ২০২০ তারিখ থেকে। প্রান্তিক পর্যায়ের সত্যিকারের বিপন্ন মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছানোই ফুড ব্যাগ প্রোগ্রামের উদ্দেশ্য। কাঠফাটা রোদে লাইন দিয়ে দাড় করিয়ে খাদ্য সহায়তা আমাদের কাছে খুব বেশী গ্রহনযোগ্য মনেহয়নি তাই সাধ্যের মধ্যে প্রান্তিক পর্যায়ের বিপন্ন মানুষ খুজে বের করি আমরা। প্রান্তিক পর্যায়ের সত্যিকারের বিপন্ন মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছানোই ফুড ব্যাগ প্রোগ্রামের উদ্দেশ্য। কাঠফাটা রোদে লাইন দিয়ে দাড় করিয়ে খাদ্য সহায়তা আমাদের কাছে খুব বেশী গ্রহনযোগ্য মনেহয়নি তাই সাধ্যের মধ্যে প্রান্তিক পর্যায়ের বিপন্ন মানুষ খুজে বের করি আমরা। এই মানুষগুলো ঠিক লাইনে দাঁড়াতে অভ্যস্ত নয়। করোনার মহামারীর চেয়ে কর্মহীন মানুষগুলোর "না খেয়ে থাকা" আরও বেশী মর্মবেদনার। তাই আসুন এদের জন্য কিছু করি। যারা সহযোগিতা করছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। ভালো থাকুক বাংলাদেশ। জয় হোক মানবতার।
এই কার্যক্রমের সাথে যেসকল ব্যক্তি বা সংগঠন একাত্বতা ঘোষণা করতে ও সহযোগিতা করতে চান, তাদের ০১৭১১৮০৯০০১ নম্বরে যোগাযোগ ও দুটি বিকাশ নম্বরে ০১৭১৩২১৫০৬৬ ও ০১৭৯৪৪২২৮৯৫ সাহায্য পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে ক্লাবের পক্ষ থেকে। ইমেইল করতে পারেন, Email: [email protected].