প্রকাশ: ১৮ মার্চ ২০২০, ১৮:১৮
করোনা ভীতিতে রংহীন ছিমছাম আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টা ৫ মিনিটে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর নেতৃত্বে ব্যানারবিহীন র্যালির আয়োজন করা হয়।র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। পরে উপাচার্যের নেতৃত্বে বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিশ্ববিদ্যালয় পরিবার।