পাচারকালে রোহিঙ্গাদের আটক করে থানায় দিল জনতা
কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পাচারকালে ৭ রোহিঙ্গাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে জনতা। ১৭ মার্চ সকাল ১১টার দিকে হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ি বাজারের পুর্ব পাশে বরইতলী সংযোগ সড়ক এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে স্থানীয় ইউপি সদস্য সরওয়ার কামাল বাদশা। তবে পাচারকারী সিএনজি চালক পাতাবাড়ি এলাকার মো: কালুর ছেলে মো: সেলিম গাড়ী নিয়ে দ্রুত পালিয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
আটককৃত রোহিঙ্গারা হলো মো: আমির হোছনের ছেলে নবী হোছন (২৫), আবুল কালামের ছেলে নুরুল আলম (২৩), ছৈয়দ উল্লাহ’র ছেলে শওকত উল্লাহ (২৫), নুরুল বশরের ছেলে মো: রিদুয়ান, আবু সৈয়দের ছেলে মো: ছাদেক (২৭), মো: সিদ্দিকের ছেলে সৈয়দ আলম (৪০), সুলতান আহমদের ছেলে মো: সেলিম, মোঃ সাকের।
আটককৃত রোহিঙ্গাদের বিষয়ে উখিয়া থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক আবদুল খালেক বলেন, ওরা স্থানীয়দের বাড়ি-ঘরে দিনমজুরের কাজ করতে যাচ্ছিল। তাদের থানা হেফাজতে আটক করা রাখা হয়েছে।
এ প্রসঙ্গে উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার বলেন, মুজিববর্ষের ব্যস্ততার কারণে আটককৃত রোহিঙ্গাদের বিষয়ে তিনি কিছু জানেন না। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে তিনি জানান।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।