প্রকাশ: ৭ মে ২০২৫, ১১:২৫
সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় শক্তিশালী জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে একাধিক রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ বুধবার নতুন বার্তা দিয়েছেন। ভোর ৪টায় নিজের ফেসবুক পেজে যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লেখেন, সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য ও সংহতি।
তিনি বলেন, জাতি হিসেবে আমাদের এই সময়ে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। সকল ভেদাভেদ ভুলে সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে। তার এই পোস্ট ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে এবং নানাজনের ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে।
অন্যদিকে একই রাতে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার নিজস্ব ফেসবুক পেজে লিখেছেন, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, সংকট যতই আসুক, জাতি হিসেবে আমাদের ঐক্যই পারে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে।
এছাড়া মঙ্গলবার রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল নারী সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে বক্তব্য দেন।
তিনি বলেন, এটি একটি কমিশনের প্রস্তাব মাত্র, এটি সরকারি সিদ্ধান্ত নয়। দেশে যত সংস্কার কমিশন হয়েছে, প্রায় সব ক্ষেত্রেই মতবিরোধ দেখা গেছে। নারী সংস্কার কমিশনের প্রস্তাবেও এমন মতপার্থক্য থাকা স্বাভাবিক।
তবে কিছু প্রতিক্রিয়া বিদ্বেষমূলক ও আক্রমণাত্মক হয়েছে বলে মন্তব্য করেন তিনি। শুধু নারী নয়, বরং গোটা জাতির প্রতিও এই আচরণ অবমাননাকর বলেও তিনি উল্লেখ করেন।
আসিফ নজরুল বলেন, ভিন্নমত থাকবে, তবে তা শালীন ও যুক্তিনিষ্ঠ হতে হবে। সমাজে মতবিনিময় হোক, কিন্তু তা যেন ঘৃণার উৎস না হয়ে ওঠে।
এই ঘটনাগুলো দেশের রাজনীতি ও সামাজিক পরিসরে নতুন করে ঐক্য ও সংহতির গুরুত্বকে সামনে এনেছে। নেতৃবৃন্দের এমন আহ্বান দেশের চলমান পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে দেখা হচ্ছে।