পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চরখালীর কচানদী পাড়ের চর উপকুলিয় বনায়নের আওতায় আসার পর সেখানে বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর উদ্যোগে লাখ লাখ টাকার গাছ-চাড়া রোপন করে স্থানীয় বন বিভাগ। ফলে ওই চরে সকল প্রকার পশু ও গো-চারণ নিষিদ্ধ করা হয় এবং গবাদী পশু আটক রাখার জন্য খোয়ার স্থাপন করে স্থানিয় কর্তৃপক্ষ।
কিন্তু উক্ত চরে স্থানীয় খোয়ার মালিক আজম হোসেন সবুজ মাঝী তিনি, স্থানীয় অনেক গরুর মালিকদের কাছ থেকে মাসিক ১০০/১৫০ টাকা হারে চাঁদা নিয়ে তার বিনিময় চরখালীর চরে বনায়নে গবাদী পশু ডুকতে সহযোগিতা করছে। ফলে স্থানীয় সরকারের বনায়ন করার সকল পরিকল্পনা শেষ করতে সামান্য টাকার জন্য গাছপালা ধবংশ করা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।
স্থানীয়রা জানান, ওই চরে গবাদী পশু চারণ নিষিদ্ধ থাকার পরও কি করে পশু প্রবেশ করছে । আর এসব ঘটনায় খোয়ার মালিক আজম হোসেন সবুজ কোন ব্যবস্থা নিচ্ছেনা অভিযোগ রয়েছে রক্ষক এখন ভক্ষকের ভুমিকায়। উজার করছে উপকুলিয় বন।
এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা মো: ইউসুফ জানান, বিষয়টি তার জানা নেই। ঘটনাস্থল ও এলাকায় গিয়ে খোঁজ খবর নিয়ে এ ঘটনার সত্যতা পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। এব্যাপারে খোয়ারের দবায়িত্বে থাকা আজম মাঝি জানান আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা আমি কয়েক মাস পূর্বে খোয়ারের লিজ নিয়েছি মাত্র।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।