ভোট দিতে না পারা জনগণের ব্যর্থতা: কবিতা খানম
দেশের যে কোন নির্বাচনে ভোট দিতে না পারা জনগণের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) কবিতা খানম। তিনি বলেন, 'নিজের অধিকারকে নিজেকেই প্রতিষ্ঠিত করতে হয়। অন্য কেউ এসে আপনার অধিকারটা প্রতিষ্ঠিত করে দিবে না। শুধু এটুকু বললেই হবে না যে, ভোট দিতে গিয়েছিলাম কিন্তু পারি নাই, এটা আপনার ব্যর্থতা।'
জাতীয় ভোটার দিবস উপলক্ষে সোমবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে শোভাযাত্রা বের করা হয়। এই শোভাযাত্রা শেষে এসব কথা বলেন ইসি কবিতা। তিনি আরও বলেন, 'সব ভোটারদের ভোট কেন্দ্রে যেতে হবে, নিজের অধিকারটা স্বাধীনভাবে প্রতিষ্ঠিত করার সর্বত্মাক চেষ্টা করতে হবে।' এ সময় সিইসি কে এম নূরুল হুদা বলেন, 'ভোটার উপস্থিতি বাড়ানো ইসির কাজ নয়। সুষ্ঠু ভোটের আয়োজন করা ইসির দায়িত্ব।'
তিনি বলেন, 'ইসির প্রতি ভোটারদের আস্থা আছে বা নেই-এটা নির্ধারিত করে বলার সুযোগ নেই। ভোটার ভোট দিতে যাবেন, ইসি ভোটের ব্যবস্থাপনা করবেন। ব্যবস্থাপনার দিক থেকে আমাদের যা যা করণীয় সব করেছি, করে থাকি এবং করে থাকব। ভোটার কেন্দ্রে উপস্থিতি না থাকার অনেকগুলো কারণ থাকতে পারে। তার জন্য নির্বাচন কমিশন দায়ী নয়।'
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।