প্রকাশ: ১৫ মার্চ ২০২০, ৩:৮
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন বসতে যাচ্ছে আগামী ২২ মার্চ। এ অধিবেশনের কার্যক্রম নির্বিঘ্ন করতে বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি।
শনিবার (১৪ মার্চ) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। েনিষেধাজ্ঞায় ২১ মার্চ শনিবার রাত ১২টা থেকে সব ধরনরে অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন ও কোনো প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব