ভোলার বোরহানউদ্দিনে অধিক দামে মাস্ক বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার সন্ধ্যার পর পৌর শহরে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও নির্বাহী হাকিম মো. বশির গাজী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ওই সময় তিনি অধিক মূল্যে মাস্ক বিক্রি করার প্রমাণ পাওয়ায় দোকানদার মাহে আলমকে ১০ হাজার ও আলমগীরকে ৮ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ২৭ টাকার মাস্ক ১ শত ৫০ টাকায় বিক্রি করায় দুই ব্যবসীয়াকে জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বরেও তিনি জানান।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।