বোরহানউদ্দিনে অধিক দামে মাস্ক বিক্রি করায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১০ই মার্চ ২০২০ ১০:৩০ অপরাহ্ন
বোরহানউদ্দিনে অধিক দামে মাস্ক বিক্রি করায় জরিমানা

ভোলার বোরহানউদ্দিনে অধিক দামে মাস্ক বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার সন্ধ্যার পর পৌর শহরে  বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও নির্বাহী হাকিম মো. বশির গাজী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।  ওই সময় তিনি অধিক মূল্যে মাস্ক বিক্রি করার প্রমাণ পাওয়ায় দোকানদার মাহে আলমকে ১০ হাজার ও  আলমগীরকে ৮ হাজার টাকা জরিমানা করেন। 

উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী ঘটনার সত্যতা স্বীকার করে  জানান, ২৭ টাকার মাস্ক ১ শত ৫০ টাকায় বিক্রি করায় দুই ব্যবসীয়াকে জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বরেও তিনি জানান। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব