বোরহানউদ্দিনে গুণী শিক্ষক ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ১৭ই আগস্ট ২০১৯ ০৫:০৫ অপরাহ্ন
বোরহানউদ্দিনে গুণী শিক্ষক ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

ভোলার বোরহানউদ্দিনে ১৩ জন গুণী শিক্ষক ও শিক্ষক পরিবার এবং ২৩ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকালে স্থানীয় উপজেলাপরিষদ মিলনায়তনে বোরহানউদ্দিনে বসবাসরত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন স্বপ্নতরীর উদ্যোগে ওই সংবর্ধনা দেয়া হয়। ভোলা আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধিতদের হাতে সম্মননা স্মারক ও সনদপত্র তুলে দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে স্বপ্নতরীর সভাপতি শাহিন আবদুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, ভোলা-২(বোরহানউদ্দিন-দৌলতখান)আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, এসপি(সার্কেল) রাসেদুর রহমান,সংবর্ধিত শিক্ষক সাবেক অধ্যক্ষ আবুল কাশেম, জাহাঙ্গীর আলম চৌধুরী, বোরহানউদ্দিন মহিলা কলেজের অধ্যক্ষ হারুন-অর-রশীদ, স্থানীয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএইচ শিপন, স্বপ্নতরী পরিবারের সদস্য ডা. নজরুল ইসলাম, ওসমান তারেক, তৌহিদুল ইসলাম ইসলাম রাজু, আকবর হোসাইন, মাহমুদুল ইসলাম, মে. নাজিমউদ্দিন ফরাজী প্রমুখ।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব