প্রকাশ: ২৩ জুলাই ২০২০, ৪:৪৯
গাজীপুরে বাড়ি লিখে না দেয়ায় বৃদ্ধ পিতাকে নির্যাতনের অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ছেলে ও পুত্রবধূদের আসামি করে মামলা করার ১০দিনেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে, মামলা করায় উল্টো বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছেন তাদের বাবা।সন্তানের করা নির্যাতনের বর্ণনা দিয়ে বিচার চেয়েছেন সত্তর বছর বয়সী বাবা জহিরুল হক।
ছেলেদের জমি লিখে না দেয়ার অপরাধে দিনের পর দিন তাকে সহ্য করতে হয়েছে নির্যাতন। সবশেষ মাত্রা বেড়ে যাওয়ায় থানায় মামলা পর্যন্ত করতে হয়েছে তাকে। নগরীর কামারজুরী এলাকার ব্যবসায়ী ছেলে একরামুল হক সেলিম ও ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, পুত্রবধূ লুৎফর নাহার লতা ও নুরুন নাহার নিপাকে আসামি করা হয়েছে।