স্কুলেই একবেলা করে খাবার পাবে প্রাথমিকের প্রায় দেড় কোটি শিক্ষার্থী। স্কুলে উপস্থিতি বৃদ্ধি ও ঝড়ে পড়া ঠেকাতে সরকারের এ সংক্রান্ত পরিকল্পনা আজ মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। ২০২৩ সালের মধ্যে পর্যায়ক্রমে প্রাথমিকের সব শিক্ষার্থী এই কর্মসূচির আওতায় আসবে।
খাবার হিসেবে শিশুদের সপ্তাহে পাঁচ দিন রান্না করা পুষ্টিকর গরম খাবার ও একদিন বিস্কুট দেওয়া হবে। খাবারে বৈচিত্র্য আনার জন্য স্থানীয়ভাবে উৎপাদিত শাক সবজি ভাত ও আমিষের চাহিদা পূরণের জন্য ডিমের ব্যবস্থা রাখা হবে। কোন দিন কী খাবার দেওয়া হবে সেটি স্কুলের ব্যবস্থাপনা কমিটি, অভিভাবক ও স্থানীয়দের সঙ্গে আলোচনার ভিত্তিতে ঠিক করা হবে।
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম সচিবালয়ে আজ সাংবাদিকদের এসব কথা জানান। তিনি বলেন, অনুমোদন পাওয়া এই নীতিতে শিশুর প্রাত্যহিক পুষ্টি চাহিদার অন্তত ৩০ শতাংশ স্কুল থেকে মেটানোর লক্ষ্য রয়েছে। ২০২৩ সালের মধ্যে এটার বাস্তবায়ন হবে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।