বোরহানউদ্দিনে ৫ মাদক ব্যবসায়ী জেল হাজতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১০ই মার্চ ২০২০ ১০:১৬ অপরাহ্ন
বোরহানউদ্দিনে ৫ মাদক ব্যবসায়ী জেল হাজতে

ভোলার বোরহানউদ্দিনে উপজেলায় বোরহানগঞ্জ বাজার এলাকার আ. রবের ঘর হতে ১ শত ১৫ পিচ ইয়াবা সহ ৫ মাদক ব্যবসায়ীকে মঙ্গলবার কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ।  সোমবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে  তাদেরকে আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, বোরহানউদ্দিন থানার ওসি ম. এনামুল হকের  নেতৃত্ব পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আ. রবের ঘরে অভিযান চালায়। ওই সময় ওই ঘরে ১ শত ১৫ পিচ ইয়াবা সহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার পক্ষিয়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের  হাবিবুর রহমানের  ছেলে আ. রব মুন্সি (৪৫), আ. রব মুন্সির ছেলে  মো. মহসিন মুন্সি (২২), মৃত খোরশেদ আলমের ছেলে বাবুল হাজী, একই ইউনিয়নের চার নম্বর  ওয়ার্ডের  মো. শাহাজল হকের  ছেলে কাজল ও  লালমোহন পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের মৃত কাজল দাসের  ছেলে  বিপুল দাস বিজয় (৩৫)।

এব্যাপারে বোরহানউদ্দিন থানার ওসি ম. এনামুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মাদক সহ  যেকোন অপরাধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব