হিজলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১০ই মার্চ ২০২০ ০১:০২ অপরাহ্ন
হিজলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

দুর্যোগ ঝুঁকি হ্রাসে পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি " এই প্রতিপাদ্য নিয়ে, বরিশালের হিজলা উপজেলায় পালিত হলো জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২০।উপজেলা প্রশাসনের আয়োজনে ১০ মার্চ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে একটি র্র্যালি বের হয়।

র্র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষের সামনে এসে শেষ হয় পরবর্তীতে উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ কারিজুল ইসলাম এর সঞ্চালনায় দিবসটির গুরুত্ব তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধিতে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন।

সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবিদ হাসান। উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ তৌফিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ, উপজেলা সেনেটারি ইনেসপেক্টর মোঃ শহিদুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী সফিউল আলম, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা রূপালি মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ , শিক্ষকবৃন্দ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।