জেলা সরাইল থেকে বিদায় নিচ্ছে শীত। তার রেশ এখনও রয়েছে। রাত ও ভোরের দিকে ঠান্ডার শিরশিরানি অনুভূত হচ্ছে। বেলা বাড়লেই চড়ছে তাপমাত্রার পারদ। বেশ গরম লাগতে শুরু করছে। এমনকী ঘামও হতে শুরু করছে। এদিকে সকালের দিকে সামান্য কুয়াশা থাকলেও বেলার দিকে আকাশ পরিষ্কার থাকছে।
তবে উওরে হাওড় পশ্চিমে মেঘনা আবহাওয়ায় সেরকম হেরফের না হলেও পুর্বে তিতাস বৃষ্টিপাতের তেমন কিছুই আর নেই। রাতে গরম, সকালে হালকা ঠান্ডাভাব।শনিবার পার হতে রোববার সন্ধ্যায় হতেই সরাইলে দেখা মিলল বৃষ্টির। সঙ্গে দোসর আংশিক মেঘলা আকাশ।তবে কুয়াশা আর মেঘলা আকাশ থাকলেও চিন্তার কারণ নেই! শান্তির বৃষ্টি জন জীবনে প্রশান্তি ছড়িয়ে দিয়েছে।গত কয়েক মাস সরাইলে কোথাও বৃষ্টি হয়নি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।