ঢাকার সাভারে বাড়তি মূল্যে মাস্ক বিক্রির অভিযোগে একটি ফার্মেসীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে সাভার থানারোড এলাকার ‘লাজ ফার্মা লিমিটেড’ নামে ফার্মেসীতে ক্রেতা সেজে মাস্ক কিনতে গেলে করোনা ভাইরাসের সংক্রমণে বাড়তি চাহিদার কথা বলে ৫ টাকা মূল্যের সাধারণ মাস্ক ৪০ টাকায় বিক্রি করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভার সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ। এসময় বিক্রয়ে রসিদ চাইলেও তা দিতে অপারগতা জানান ফার্মেসি কর্মকর্তারা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, লাজ ফার্মা লিমিটেড নামে একটি ফার্মেসীতে ৫ টাকা মূল্যের মাস্ক ৪০ টাকায় বিক্রির বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন তারা। এসময় অবৈধভাবে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে মাস্ক বিক্রির অভিযোগে লাজ ফার্মা ফার্মেসীর ব্যবস্থাপক মতিউর রহমান ও বিক্রয়কর্মী পাপন দেবনাথকে আটক করা হয়। তখন মাখন মিয়া নামে একজন প্রভাব দেখালে তাকেও আটক করা হয়।
পরে আদালত তাদের ১ লাখ টাকা জরিমানা করেন। জরিমানার টাকা পরিষোধ করে মুক্ত হোন তারা। পর্যায়ক্রমে তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ম্যাজিস্ট্রেট।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।