নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাক্টর উল্টে ইসমাইল হোসেন শাহীন (১৬) নামে এক কিশোর চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শাহীন উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ওমান প্রবাসী আবুল হাশেমের ছেলে।
শনিবার সকালে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের রয়েল ব্রিক ফিল্ডে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে ইট তৈরির জন্য মাটি পরিবহন করছিল ট্রাক্টরটি। উঁচু মাটির স্তুপ থেকে নামার সময় ট্রাক্টরটি উল্টে যায়। ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় শাহীন।
ঘটনার খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। নিহতের পরিবার জানিয়েছে, শাহীন তার বাবার অনুপস্থিতিতে ট্রাক্টর চালাতো।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) লিপিবদ্ধ করা হয়েছে।
এ দুর্ঘটনার ফলে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা কিশোরদের ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত রাখতে সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।