সরাইল বেওয়ারিশ-ভাদাইমা কুকুর আতঙ্কে মানুষ

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: বুধবার ১২ই ফেব্রুয়ারি ২০২০ ০১:৫৭ অপরাহ্ন
সরাইল বেওয়ারিশ-ভাদাইমা কুকুর আতঙ্কে মানুষ

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল বেওয়ারিশ- ভাদাইমা কুকুরের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠছে এলাবাসী, রাতের নির্জন বেলায় একাধিক গলি দখল করে নিচ্ছে কুকুরের দল। রাস্তা দিয়ে চলাচল করতে কুকুরের ভয়ে আতঙ্কে সিঁটিয়ে থাকছেন মানুষেরা। 

দেখা যায়,শুধু পথচারীদের দেখেই নয়, চলন্ত যানবাহন দেখেও মাঝেমধ্যে ধেয়ে আসছে উগ্র মেজাজে কুকুর গুলি। সম্প্রতি উপজেলার সদর ও শাহজাদাপুর ইউনিয়নে কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কুকুরের আক্রমণ থেকে নিস্তার পেতে কুকুর নিধন অথবা জলাতঙ্ক মুক্ত করার দাবি উঠেছে এলাকায়।

সরাইল উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের কর্মকর্তারা বলেন, বেওয়ারিশ কুকুর বা পথ কুকুরের নিয়ন্ত্রণ করার বিষয়ে ইতোমধ্যে জলাতঙ্ক প্রতিরোধে ঘুড়ে ঘুড়ে কুকুরকে ভ্যাকসিন দেয়া হয়ে। কুকুর মারা বা নিধণ করার বিষয়ে উচ্চ আদালতের নির্ষেধাজ্ঞা আছে। ব্যাপক হারে বেওয়ারিশ ও পথ কুকুর বেড়েছে। তবে কুকুর কামড়ালে যাতে জলাতঙ্ক রোগ না হয় সে জন্য কুকুরকে ভ্যাকসিন দেয়া হচ্ছে। যে কুকুরকে ভ্যাকসিন দেয়া হয়। সেই কুকুরকে লাল রং দিয়ে চিহ্নিত করে রাখা হয। আতঙ্কিত হওয়ার কিছু নেই।

এদিকে উপজেলার বিভিন্ন রাস্তায় দল বেঁধে কুকুরের দল ঘুরে বেড়াচ্ছে। রাতের উপজেলার বাজার কুকুরদের দখলে চলে যাচ্ছে। কুকুরের দাপটে নিরাপদ নয় কেউ। স্কুলপড়ুয়া বাচ্চা থেকে, মহিলা, বয়স্কসহ অনেকেই কুকুরের আক্রমণের শিকার হচ্ছে।

সরাইল উপজেলার দিলু মিয়া বলেন, বেওয়ারিশ বা ভাদাইমা কুকুরের অত্যাচারে বাড়ির বাইরে বেরুনই আতঙ্কের ব্যাপার হয়ে গিয়েছে। রাস্তাঘাটে বাজারে ও গ্রাম অঞ্চলের অলিগলিতে কুকুরের কামড় খেয়ে অনেককেই ইঞ্জেকশন নিতে হচ্ছে। উপজেলা সরকারি হাসপাতালে ভ্যাকসিন পাওয়া যায়না। 

সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তার মোঃ নোমান মিয়া এ প্রতিনিধিকে জানান, কুকুর কামড়ালে ক্ষতের সৃষ্টি হয়। কুকুর কামড়ালে সেই ক্ষত স্থান সাবান দিয়ে দ্রুত ধুয়ে ফেলতে হবে। তারপর তাকে যতদ্রত সম্ভব চিকিৎসকের কাছে নিতে হবে।তবে কুকুরে কামড়ালে ভ্যাকসিন দেয়াটা ভালো। তিনি আরো জানান,কুকুরের ভ্যাকসিন জেলা হাসপাতালে সরকারি ভাবে দেওয়া হয়। বতর্মানে সরাইলে বেওয়ারিশ কুকুর বা পথ কুকুরের নিয়ন্ত্রণ করার বিষয়ে জলাতঙ্ক প্রতিরোধে ঘুড়ে ঘুড়ে কুকুরকে ভ্যাকসিন দেয়া হচ্ছে বলে জানান।
ইনিউজ ৭১/এম.আর