তজুমদ্দিনে ১৫ মন ঝাটকা ইলিশ ও কারেন্ট জাল আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২৭শে জানুয়ারী ২০২০ ১০:০৪ অপরাহ্ন
তজুমদ্দিনে ১৫ মন ঝাটকা ইলিশ ও কারেন্ট জাল আটক

ভোলার তজুমদ্দিনে মৎস্য অফিস ও কোষ্টগার্ডের যৌর্থ অভিযানে প্রচুর পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও ১৫মন ঝাটকা ইলিশমাছ আটক করেছে। পরে আটককৃত জাল আগুণে পুড়ে ধ্বংস করা হয় এবং মাছ হাফিজিয়া মাদ্রাসা ও গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়। 

মৎস্য অফিস ও কোষ্টগার্ড সুত্রে জানা যায়, ঝাটকা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার দিনভর মেঘনার বিভিন্ন এলাকায় মৎস্য কর্মকর্তা (অ.দা) আমির হোসেন ও কোষ্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আব্দুর রহমানের নেতৃত্বে একটি টিম যৌর্থ অভিযান পরিচালনা করেন। এ সময় মেঘনা নদী থেকে ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করেন।

এছাড়া চর জহিরউদ্দিনের বরিশালখাল এলাকায় অভিযান চালিয়ে ১৫ মন ঝাটকা ইলিশ আটক করেন। পরে উপজেলা নির্বাহি কর্মকর্তা আশ্রাফুল ইসলামের উপস্থিতিতে জাল আগুণে পুড়ে ধ্বংস করা হয় এবং মাছ হাফিজিয়া মাদ্রাসা ও গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা) আমির হোসেন, কোষ্টগার্ড কমান্ডার মোঃ আব্দুর রহমান প্রমুখ। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব