মাদারীপুরের কবুতর চুরির ঘটনায় শিশুকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৯শে ডিসেম্বর ২০১৯ ০৫:১৪ অপরাহ্ন
মাদারীপুরের কবুতর চুরির ঘটনায় শিশুকে হত্যার অভিযোগ

মাদারীপুর কবুতর চুরির ঘটনাকে কেন্দ্র করে ৭ বছর বয়সী এক শিশুকে পিটিয়ে হত্যা করে পুকুরে ফেলা রাখার অভিযোগ প্রতিবেশী আজিজুল মাতুব্বরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মাদারীপুর শহরের পূর্ব-রাস্তি এলাকায় ওসমান গনির মামা মাসুদ ফকিরের বাড়ীতে। নিহত ওসমান গনি মাদারীপুর সদর উপজেলা ঘটমাঝি ইউনিয়নে উত্তর ঝিকরহাটি গ্রামে মাসুদ সরদারের ছেলে। 

পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, গত বুধবার বিকাল থেকে ওসমানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখোজি করার পর রাত ১টার দিকে বাড়ীর পাশের একটি পুকুর ওসমান গনি লাশ দেখতে পায় তার পরিবার এরপর পুলিশ এসে লাশটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখে। ওসমানের বাড়ী উত্তর ঝিকরহাটি হলেও ছোট বেলা থেকেই তার মামা মাসুদ ফকিরের কাছে থেকে পড়াশুনা করতো। ওসামানের মামা কবুতর পালন করতো সেই কবুতর গতকাল এমদাদ মাতুব্বরের ছেলে আজিজুল মাতুব্বর নামে পাশের বাড়ীর একজন চুরি করে এবং দুটি কবুতর একটি টর্চ লাইট যেটা ওসমান ব্যবহার করতো সেটা তার কাছ থেকে পাওয়া যাওয়ার পরেই ওসামানের লাশ পুকুর থেকে পাওয়া যায়। বর্তমানে অভিযুক্ত পরিবার পলাতক আছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সওগাতুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমার লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছি। লাশের ময়না তদন্তে সাথে পরিবারের অভিযোগে সত্যতা পেলে আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে।

ইনিউজ ৭১/এম.আর