দিনাজপুর-৬ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন এ্যাডঃ শাহনেওয়াজ ফিরোজ শুভ।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে বিরামপুরের ইউএনও এবং সংসদ নির্বাচন দিনাজপুর-৬ এর সহকারী রির্টানিং অফিসার তহমিনা সুলতানা নীলা তাঁর মনোনয়ন পত্র গ্রহন করেন।
এসময় বিরামপুর উপজেলা চত্বরে স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ ফিরোজ শুভর সমর্থকরা উপস্থিত ছিলেন।
স্বতন্ত্র প্রার্থী এ্যাডঃ শাহনেওয়াজ ফিরোজ শুভ মনোনয়ন পত্র জমা প্রদানের পরে আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে তাঁর নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি বিরামপুরের সন্তান। পেশায় আমি একজন আইনজীবী হলেও দীর্ঘ দিন থেকে উত্তর অঞ্চল তথা চার উপজেলার সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। যেহেতু দিনাজপুর জেলা খাদ্য শস্যর ভান্ডার হিসেবে পরিচিত। তাই এই এলাকার সাধারণ মানুষ ও কৃষকের ন্যায অধিকার আদায়ের লক্ষ্য "উত্তর অঞ্চল কৃষক মঞ্চ" এর আহবায়ক হিসেবে দ্বায়িত্ব পালনের পাশাপাশি দাবি আদায়ে রাজপথে তাদের সাথে ছিলাম। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনে তাদের পাশে থাকার চেষ্টা করেছি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেহেতু আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছি। সেহেতু মনোনয়ন পত্র সংগ্রহের পরে গণ স্বাক্ষর এর জন্য আমার নির্বাচনি এলাকার চার উপজেলার সাধারণ মানুষের কথা বলেছি এবং স্বাক্ষর গ্রহণ করেছি। এসময় আমি সাধারণ মানুষের ব্যাপক সাড়া পেয়েছি। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরেপক্ষ ভাবে অনুষ্ঠিত হলে জয়ের বিষয়ে আমি শতভাগ আশাবাদী।