
প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ১৮:৫৯

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো ধরনের চাপ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, বর্তমান সরকার নির্ধারিত সময় অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন আয়োজন করবে এবং নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবে। সুতরাং এ বিষয়ে বিদেশি চাপের প্রশ্নই আসে না।
