
প্রকাশ: ৪ নভেম্বর ২০১৯, ৫:৭

বরিশাল আঞ্চলিক পাসপোর্ট অফিসের নানারকম অনিয়ম ও দুর্নীতি নতুন কিছু নয়। ইতোপূর্বে পাসপোর্ট অফিসের নানা অনিয়মের খবর স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশের পর জেলা প্রশাসনসহ সরকারি বিভিন্ন দফতরে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। এদিকে কর্মকর্তারা বলছেন, জনভোগান্তিসহ যাতে পাসপোর্ট অফিসে মধ্যস্বত্বভোগী (দালাল) চক্র সক্রিয় না থাকে সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। তবে কর্তৃপক্ষের দাবী পাসপোর্ট অফিসের ভেতরে কোন দালাল চক্র নেই।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব