মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া ঘাট এলাকা থেকে পদ্মা সেতু প্রকল্পের চুরি যাওয়া সরঞ্জামাদি উদ্ধার করেছে র্যাব-১১। বুধবার রাতে র্যাব-১১ এ অভিযান পরিচালনা করে।এ সময় অভিযান চালিয়ে ৭ জনকে আটক করা হয় ও পদ্মা সেতুতে ব্যবহৃত ২৫ টন রড এবং ৫শ লিটার তেল উদ্ধার করা হয়। এছাড়া চোরচক্রের ২টি ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করা হয়।র্যাব-১১, সিপিসি-১ এর কমান্ডার পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান জানান, পদ্মা সেতুর পাইলিংয়ের কাজে ব্যবহৃত রড, অ্যাঙ্গেলসহ বিভিন্ন সরঞ্জামাদি চোর চক্রের সদস্যদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত ২৫ টন রড এবং ৫শ লিটার তেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত তেল পদ্মা সেতুর কাজে ব্যবহৃত নৌযানে ব্যবহৃত হত।মাওয়া ঘাটের কয়েকটি ট্রলার এতে জড়িত আছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় চোরচক্রের ৭ জনকে আটক করা হয়েছে। লৌহজং থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।