বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত গাঁজার প্রতি আসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করার জন্য মাদকাসক্ত যুব সমাজ বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ, অবৈধ অস্ত্রের ব্যবহার, ছিনতাইসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাব যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী বিভিন্ন মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
২। এরই ধারাবাহিকতায় র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ফরিদপুর জেলার মধুখালী থানাধীন কয়েসদিয়া পূর্ব পাড়া এলাকায় দীর্ঘদিন যাবৎ একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদক দ্রব্য কথিত গাঁজা বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। এ প্রেক্ষিতে অদ্য ০৬/০৩/২০১৯ ইং তারিখে সন্ধ্যা রাতে গোপন সংবাদের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে তার বসত বাড়ীতে পৌছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে উল্লেখিত স্থান হতে আসামী আবুল হারেছ শেখ(৩৮), পিতা- মৃত আবুল কাশেম শেখ, সাং-কয়েসদিয়া, থানা-মধুখালী, জেলা-ফরিদপুর পালানোর চেষ্টা কালে র্যাবের আভিযানিক দল তাকে ১২০০ গ্রাম গাঁজাসহ হাতে নাতে আটক করে। ধৃত আবুল হারেছ শেখ(৩৮), পিতা- মৃত আবুল কাশেম শেখ, সাং-কয়াসদিয়া, থানা-মধুখালী, জেলা-ফরিদপুরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য কথিত গাঁজা নিজ হেফাজতে রেখে মধুখালী থানার বিভিন্ন এলাকায় খুচরা বিক্রির কার্যক্রম করে থাকে।উদ্ধারকৃত গাঁজাসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।