চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বালিভর্তি ট্রাকচাপায় রজব আলী (৫৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার ভালাইপুর মোড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে।নিহত রজব আলী পার্শ্ববর্তী দামুড়হুদা উপজেলার কলাবাড়ী এলাকার মৃত আব্দুর রব মন্ডলের ছেলে।প্রতক্ষ্যদর্শীরা জানায়, শুক্রবার সকালে রজব আলী নিজ বাড়ি থেকে বাইসাইকেলে করে চুয়াডাঙ্গা যাচ্ছিলেন। তিনি ভালাইপুর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে রজব আলী রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজজামান মুন্সি জানান, দুর্ঘটনার পর ঘাতকচালক ট্রাক ফেলে পালিয়ে গেছেন। ঘাতক ট্রাকটি পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।