বরিশালের আগৈলঝাড়ায় মাদক ও চেক জাঁলিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে উপজেলার পৃথক স্থান থেকে তিন জন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।সিআর ৫৫/১৫ চেক জাঁলিয়াতি মামলায় ছয় মাসের কারাদন্ড ও চেকের সমপরিমান অর্থদন্ডে দন্ডিত সাজাপ্রাপ্ত পলাতক আসামী পূর্ব সুজনকাঠি গ্রামের শাহজাহান মোল্লার ছেলে খলিল মোল্লা ও জিআর ৮৩/১৬ (গৌরনদী) মাদক মামলায় ছয় মাসের কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী উপজেলার চাউকাঠি গ্রামের আব্দুর রব সরদারের ছেলে রফিকুল সরদারকে এএসআই জাহিদুর রহমান গ্রেফতার করেন। ওই রাতে একই মাদক মামলার একই সাজাপ্রাপ্ত পলাতক আসামী চাউকাঠি গ্রামের আসাদুল হাওলাদারের ছেলে সুজন হাওলাদারকে এএসআই নেছার উদ্দিন গ্রেফতার করেন।গ্রেফতারকৃতদের শুক্রবার বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।