রোহিঙ্গা সংকট একটি রাজনৈতিক ইস্যু। এর সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় বাংলাদেশ সরকারকে এ উদ্যোগ নিতে হবে। রোহিঙ্গা সংকটের সমাধানের বিষয়ে এসব কথা বলেছেন বিশ্বব্যাংক গ্রুপের নির্বাহী পরিচালক ও সংস্থার বাংলাদেশে সফররত প্রতিনিধি দলের মুখপাত্র প্যাটরিজিও প্যাগানো। গতকাল এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মিয়ানমার সরকারের ওপর কোনো নিষেধাজ্ঞা বা সহায়তা বন্ধ করা হবে না বলে জানিয়েছে সংস্থাটি। এর কারণ হিসেবে প্যাটরিজিও সাংবাদিকদের বলেন, নিষেধাজ্ঞা আরোপ বিশ্বব্যাংকের কাজ নয়।
মিয়ানমার তাদের শরিক দেশ। সংস্থাটির সব সদস্যের জন্য দ্বার উন্মুক্ত। যে কেউ সহায়তা চাইলে দেয়া হবে। মিয়ানমার যদি চায় তাদেরও দেয়া হবে। বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদের ১১ সদস্যের একটি প্রতিনিধি দল গত শুক্রবার চার দিনের সফরে বাংলাদেশে আসে। শনিবার তারা কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দুটি ক্যাম্প পরিদর্শন করেন এবং নির্যাতিত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। এরআগে সোনারগাঁও হোটেলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল। ওই বৈঠকের বাংলাদেশের প্রশংসা করে প্রতিনিধি দলটি।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।